মেট্রো গলা, গোল গলা, স্কয়ার গলা, পান গলা, ভি গলার ও ভিবিন্ন ধরনের জামার গলার ডিজাইন।
আসসালামু আলাইকুম।
আমরা সবাই জামায় অনেক ধরনের গলা ব্যবহার করে থাকি।যেমনঃ পান গলা,ভি গলা, গোল গলা, মেট্রো গলা, স্কয়ার গলা ইত্যাদি আরো অনেক গলা।এই গলা গুলুর ভিতরে অনেক সময় অনেক ডিজাইনও করে থাকি।এই গলা গুলু ভিতরে সব থেকে ভালো গলা হল গোল গলা।গোল গলা যেকোনো জামায় ব্যবহার করা যায়।অন্যন্যা গলা গুলুর ভিতরে অনেক গলায় রয়েছে যেই গলা গুলু জরজেট জামায় ব্যবহার করা যায় না।যেমন ভি গলা,মেট্রো গলা,স্কয়ার গলা এই গলা গুলুতে কোনা থাকে এবং এই গলা গুলু জরজেট জামায় ব্যবহার করলে কোনার দিক দিয়ে তারাতারি ছিরে যায় তাই এই ধরনের গলা গুলু জরজেট জামা ব্যবহার না করাই ভালো। এবং জরজেট জামায় গোল গলা ব্যবহার করাই ভালো।
বিভিন্ন ধরনের নতুন জামার গলার ডিজাইন।
এছারাও গোল গলার ভিতরে অনেক ডিজাইনও করা যায়।গোল গলা কিন্তু সবাই পচন্দ নয়।গোল গলা ও স্কয়ার গলা নিচের দিকটা একটু চরানো থাকার কারনে অন্যন্যা গলার থেকে গোল ও স্কয়ার গলা নিচের দিকে নামানো একটু কম দিতে হয়।কিন্তু ভি গলা, পান গলা,মেট্রো গলা এই গলা গুলু আবার নিচের দিকে কোনা থাকার কারনে গলার চরানো কম হয় তাই গলা একটু বড় হলেও সমস্যা হয় না।গোল গলার মতোই আরেকটা গলার হচ্ছে U গলা।অনেকেই গোল গলাকে ইউ গলা মনে করে। U গলা
গোল গলার মত হলেও ইউ গলা গোল গলা থেকে গলার নিচের দিকে চরানোটা একটু বেশি হয়।
পাইপিং দিয়ে জামার গলার ডিজাইন।
যারা গলায় কোনো ডিজাইন ব্যবহার করে না শুধু ভি গলা,পান গলা, মেট্রো গলা, গোল গলা,স্কয়ার গলা এই ধরনের সাধারন গলা গুলু ব্যবহার করে তারা এই গলা গুলুতে পাইপিন দিয়ে ব্যবহার করতে পারে।এই গলা গুলুতে পাইপিন দিলে এই ধরনের গলা গুলু আরও বেশি সুন্দর লাগে।পাইপিনও অনেক ধরনের রয়েছে যেমন গোল পাইপিন,পাত্তি পাইপিন, রশি বা কট সুতা পাইপিন।জামার গলায় ব্যবহার করার জন্য সব থেকে ভালো গোল পাইপিন।