Punjabi Design for Man 2024 - নতুন পাঞ্জাবি ডিজাইন

নতুন পাঞ্জাবি ডিজাইন।

পাঞ্জাবি হচ্ছে বাংলার পোশাক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ ও পুরুষদের অন্যতম জনপ্রিয় পোষাক। এটি কেবল বাঙালি পুরুষের পছন্দের পোশাকই নয়, বরং বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য উৎসবে এর ব্যবহার বাঙালি পুরুষদের পরিচয়ের একটি বিশেষ পোষাক । প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পাঞ্জাবির ডিজাইনের নানা পরিবর্তন এসেছে যা পাঞ্জাবিকে করেছে আরও আকর্ষণীয়।

পাঞ্জাবির উদ্ভবের কথা বলতে গেলে এটি মূলত মুঘল আমল থেকেই জনপ্রিয় হতে শুরু করেছে। তখন এটি সাধারণত লম্বা হাতা এবং ঘের দেওয়া সোজা ভাবে তৈরি করতো। প্রাথমিকভাবে পাঞ্জাবি তৈরি হতো হাতের কাজের মাধ্যমে এবং এতে খুব বেশি বৈচিত্র্য ছিল না। সুতির কাপড়, রেশম কিংবা জামদানি কাপড় পাঞ্জাবির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হতো।

punjabi design for man 2020. নতুন পাঞ্জাবি ডিজাইন।

পাঞ্জাবি নতুন ডিজাইন

নতুন সাদা পাঞ্জাবি ডিজাইন। 

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পাঞ্জাবির জনপ্রিয়তা অনেক কারণে অনেক বৃদ্ধি পেয়েছে।পহেলা বৈশাখ, বিয়ে , ঈদ, পূজাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে পুরুষরা পাঞ্জাবি পরিধান করেন।সব ধরনের উৎসবেই পাঞ্জাবির ডিজাইন ও কাপড়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বর্তমানে পাঞ্জাবি তৈরী জন্য অনেক ধরনের কাপর তৈরী হচ্ছে।যেমন: সুতি প্রিন্ট, লিলেন, চিকেন কাজ করা কাপর, সুতি এমব্রয়ডারি কাজ করা, টরে কাপর, জাপানি টরে সহ আরো অনেক ধরনের কাপড়।

বর্তমান যুগে পাঞ্জাবির ডিজাইনে এসেছে অনেক পরিবর্তন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশে পাঞ্জাবি আজকাল আরও আধুনিক ও ট্রেন্ডিং হয়ে উঠেছে। ডিজাইনাররা এখন পাঞ্জাবির উপর বিভিন্ন শৈলী ও কাটের ব্যবহার করেন। যা পুরুষদের পোশাকের বৈচিত্র্য ও আভিজাত্যকে আরও আকর্ষণীয় করেছে। 

শর্ট পাঞ্জাবির ডিজাইন :: লম্বা পাঞ্জাবির পরিবর্তে শর্ট পাঞ্জাবি বর্তমান ফ্যাশনে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এটি আধুনিক পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়ে থাকে। শর্ট পাঞ্জাবি গুলু ইয়াং বয়সের ছেলেরা বেশি পরিধান করে।শর্ট পাঞ্জাবি গুলুতে বুকে কাজ বা প্রিন্ট করা অথবা বুকের এক পাশে ডিজাইন করা হলে দেখতে অনেক সুন্দর লাগে।

ডিজাইনের বৈচিত্র্য
ডিজাইন করার ক্ষেত্রে পাঞ্জাবিতে নানা ধরণের শৈল্পিক কাজের সমাবেশ ঘটে।তার ভিতরে বল্ক প্রিন্ট, এমব্রয়ডারি, নরমাল প্রিন্ট, হাতের কাজের নকশা অনেক জনপ্রিয়।

পাঞ্জাবি নতুন ডিজাইন

পাঞ্জাবি নতুন ডিজাইন

পাঞ্জাবি ডিজাইন ইন্ডিয়ান।

এম্ব্রয়ডারি বা হাতের কাজ :: এ ধরনের ডিজাইন বেশ প্রচলিত। পাঞ্জাবির গলা, হাতা, এবং সামনের অংশে বিভিন্ন রঙের সুতা দিয়ে করা এমব্রয়ডারি করা পাঞ্জাবিকে দৃষ্টিনন্দন দেখায় ও আকর্ষণীয় লাগে।
প্রিন্টের ডিজাইন :: বিভিন্ন ধরনের প্রিন্ট যেমন বাটিক, ব্লক প্রিন্ট , ডিজিটাল কালার প্রিন্ট ইত্যাদি এখন পাঞ্জাবিতে ব্যবহৃত হচ্ছে। এগুলো কেবল সাধারণ ফ্যাশনেই সীমাবদ্ধ নয়! বিয়ের আচার অনুষ্ঠানে বা পার্টির জন্যেও খবই মানানসই হয়ে থাকে।
কাবলি স্টাইল :: কাবলি পাঞ্জাবির সঙ্গে শার্টের কলার দিয়ে নিচের অংশে রাউন দিয়ে সেলাই করা পাঞ্জাবি বর্তমান নতুন প্রজন্মের খুব পচন্দ।এছারাও এই পাঞ্জাবিতে আরো অনেক কিছুই যুক্ত করা থাকে।যেমন : পাঞ্জাবির বুকে দুই পকেট থাকে ও পকেটের মুখে ডাকনা দেওয়া থাকে।এছারাও পকেটে ও কলারে সেলাই করে নান ধরনের ডিজাইন করা হয়। 

 কাপড়ের বৈচিত্র্য
পাঞ্জাবির কাপড়ের ক্ষেত্রে বিভিন্ন ধরণের কাপড় ব্যবহার হচ্ছে। বিশেষ করে গরমকালে সুতির ও পাতলা কাপড়ের পাঞ্জাবি গুলু বেশ জনপ্রিয়, কারণ এটি আরামদায়ক এবং বাতাস চলাচল করে সহজে। এছাড়াও সিল্ক কাপর, নিলেন কাপড় ও খাদি কাপড়ের পাঞ্জাবি বিশেষ করে নান অনুষ্ঠানে বেশি ব্যবহৃত হয়। 

 সুতি কাপড়ের পাঞ্জাবি
গরম আবহাওয়ায় সুতির পাঞ্জাবি পুরুষদের জন্য আরামদায়ক একটি পোষাক। সুতির পাঞ্জাবি সহজে পরিধানযোগ্য এবং দৈনন্দিন জীবনেও ব্যবহারযোগ্য।গরমের সময় সাধারণত পাঞ্জাবি একটু কম ব্যবহার করা হয়।গরমের ব্যবহার করার জন্য সুতি ও পাতলা কাপড় গুলু মানুষ বেশি পচন্দ করে।

পাঞ্জাবির সব থেকে জনপ্রিয় কালার হচ্ছে সাদা। সাদা কালার ছারাও পোলাফি, অপয়েট কালার, নিল, হলুদ, সবুজ ও কমলা কালারের পাঞ্জাবি অনেক জনপ্রিয়।

পাঞ্জাবি ডিজাইন

পাঞ্জাবি ডিজাইন

নতুন পাঞ্জাবি কলার ডিজাইন।


punjabi design for man 2019

punjabi design 2020


punjabi design 2024


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url