আধুনিক নতুন বোরকার ডিজাইন ২০২৪ - New Borka Design
আধুনিক ডিজাইনের নিউ বোরকা ডিজাইন
এই কুছি দেওয়া বোরকা গুলু এখন অনেক পপুলার।বর্তমানে সব থেকে ব্যবহার করা হয় খিমার বোরকা, আবায়া বোরকা, কুছি দেওয়া বোরকা গুলু।বর্তমানে কুচি দেওয়া বোরকা গুলু বেশি ব্যবহার করে ইয়াং বয়সের মেয়ে গুলু।আর খিমার বোরকা মুটামুটি সবাই ব্যবহার করে এবং খিমার বোরকা যেকো মানুষ পড়লে অনেক সুন্দর লাগে।অন্যান্য বোরকার থেকে খিমার বোরকা কাটিং ও সেলাই করতে সময়ও অনেক কম লাগে।
নতুন বোরকার ডিজাইন কাটা ও সেলাই।
এই বোরকা ডিজাইনটা তৈরী করা হয়েছে তিন পার্ট কুছি দিয়ে।হাতারও ২ জায়গায় কুছি দেওয়া দিয়েছে। হাতার মাঝখানে ও হাতার মুখে।হাতার মুখে কুচি দিয়ে ২ ইঞ্চি চওরা করে কপ দিয়েছে।বোরকার সামনে এঙ্গেল করে কোমর পর্যন্ত দুই দিকে কুছি দিয়েছে এক ইঞ্চি চওরা করে।গলায় সামনে প্লেট দিয়ে ফুল কলার দেওয়া হয়েছে।বোরকা কাটিং করার সময় উপরের কাধ থেকে কোমর পর্যন্ত হাফ বডি দেওয়া হয়েছে ১৫ ইঞ্চি।ডিজাইন বোরকার ভিতরে সব থেকে সহজ বোরকা হচ্ছে খিমার। খিমার বোরকার দুই পার্ট থাকে উপরের পার্টটা থাকে হিজাপের মত। আর নিছের পার্টটা থাকে স্কার্ট এর মত নিছে দিকে গের একটু বেশি দিয়ে কোমরে রাবার দেওয়া হয়।