New Jamar Golar Dijian Cutting and Selai. অসাধারণ গলার ডিজাইন কাটিং
সাধারণ গলার ডিজাইন গুলুর ভিতরে এই গলার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইন তৈরী করেছে My Art ইউটিব চ্যানেল। ২০২০ সালের ইউটিবের সেরা গলার ডিজাইন গুলুর ভিতরে এই ডিজাইনটা রয়েছে।আপনারা এই গলাটা তৈরী করতে চাইলে ভিডিওটা ২/৩ বার দেখলেই সব কিছু সহজেই বুজতে পারবেন।
এই জামার গলার ডিজাইনটা তৈরী করা হয়েছে গোল জামার ভিতরে।গলাটা কাটা আগে ভালো করে কাগজ পিষ্টিং এ দাগ দিয়ে পেষ্টিং এর উপরে গলাটা কেটে নিয়েছে।তাই তাদের গলা তৈরী করা অনেক সুন্দর হয়েছে।আমরা এই ধরনের গলার কিছু ভিডিও নিছে দিয়ে দিয়েছি।আপনারা যদি এই ডিজাইনটা কোনো টেইলার্সে গিয়ে তৈরী করাতে চান তাহলে এই পিক গুলু নিয়ে দেখালেই হবে।
জামার গলার ডিজাইন নতুন।
নিউ জামার গলার ডিজাইন
জামার ভিতর ডিজাইন অনেক ভাবেই করা যায়। অনেকেই জামায় ডিজাইন করতে গেলে প্রথমে কাগজ বা পেপার কেটে নেয়।আমার অনেকে পেপার বা কাগজ না কেটে সরাসরি জামার উপরেই ডিজাইন তৈরী করে ফেলে।কিন্তু গলার ডিজাইন বা গলা তৈরী করার সময় বেশির ভাগ পেষ্টীং কেটে নেয়। বর্তমানে তো যেকোনো গলার ডিজাইন তৈরী করা খুব সহজ কারণ সব ধরনের গলার ডিজাইন তৈরী করার ভিডিও অনলাইনে পাওয়া যায়। এবং নতুন নতুন জামার গলার ডিজাইন, হাতার ডিজাইন, পায়জামা ডিজাইন তৈরীর অনেক ভিডিও ও ছবি অনলাইনে আপলোড হচ্ছে।
যেকোনো সব ধরনের কাপড়েই তৈরী করা যায় কিন্তু সুতি কাপর ভিতরে ডিজাইন করলে ডিজাইন অনেক সুন্দর ও তৈরী করতে সহজ হয়। এছাড়াও যদি সুতি এক কালার কাপর গুলুর ভিতরে যেকোনো ডিজাইন করা হয় তাহলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে।