জামার গলার ডিজাইন ও সুতি কাপরের জামার ডিজাইন | গলা ও হাতার ডিজাইন

জামার গলা ও হাতার ডিজাইন

আসসালামু আলাইকুম।

এই জামার ডিজাইনটা সুতি কাপরের উপরে তৈরী করা হয়েছে। জামার বডির কাপরটা কমলা ও কালো দিয়ে পাইপিং ও নিচে এবং হাতায় পট্টি দেওয়া হয়েছে।জামার সামনে নিচের দিকে ১০/১২ ইঞ্চির মত ফারা রাখা হয়েছে। সামনে, গলায়, হাতার মাঝখানে ও সাইডে পাইপিন দেওয়া হয়েছে ও নিচে আর হাতায় ১ ইঞ্চি পরিমান চওরা করে বডার দেওয়া হয়েছে।জামার সামনে লুভ দিয়ে কালো কাপর দিয়ে লুব বোতাম দেওয়া হয়েছে।এই জামার গলাটা ভি গলা দেওয়া হয়েছে এই জামার ডিজাইন করার জন্য অন্য কোনো গলাও দেওয়া যায়।

এই ধনের ডিজাইন গুলুতে জামার গলায় কলার গলা দিলেও অনেক ভালো লাগে।সুতি জামার ভিতরে লেইজ দিয়ে ডিজাইন করার থেকে পাইপিং দিয়ে ডিজাইন করলে দেখতে অনেক ভালো ও সুন্দর লাগে।নরমাল সুতি কাপর দিয়ে জামা গুলু তৈরী করা হয় সব সময় ব্যবহার করার জন্য। 

সুতি কাপরের জামার ডিজাইন

সুতি জামার ডিজাইন পাইপিং দিয়ে। 


নতুন জামার গলার ডিজাইন


নতুন জামার ডিজাইন


গলা ও হাতার ডিজাইন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url