কত ইঞ্চিতে এক গজ বা কত ইঞ্চিতে এক মিটার, এবং এক ফুট কত ইঞ্চি ও গিরা
![]() |
ইঞ্চি ও গিরার হিসাব। |
কত ইঞ্চিতে এক গজ বা কত ইঞ্চিতে এক মিটার এবং এক ফুট কত ইঞ্চি আমরা অনেকেই জানি না।বা জানার কোনো প্রয়োজন মনে করি না।অনেক দর্জিরাও এই গুলু জানে না।কিন্তু এই মাপ গুলু আমাদের জানা খুবই প্রয়োজন।যেকোনো সময় প্রয়োজন পড়তে পারে।
প্রথমে আসি গজের হিসাবে। আমরা যেকোনো কিছুর ইঞ্চি ফিতা দিয়ে মাপ নিলে এই মাপ গুলু প্রয়োজন পড়বে।
36 চত্তিরিশ ইঞ্চিতে এক গজ। গজের আরও অনেক গুলু হিসাব রয়েছে।
গজ,গিরা,মিটার ও ইঞ্চির হিসাব।
যেমন-1. 2⅓ শদুই ইঞ্চিতে এক গিরা।
2. 31½ সাড়ে একত্রিশ ইঞ্চিতে 14 চৌদ্দ গিরা।
3. 27 সাতাশ ইঞ্চিতে পনে এক গজ বা বার গিরা।
4. 18 আঠারো ইঞ্চিতে হাফ গজ বা 8 আট গিরা।
5. 1এক হাতেও হয় হাফ গজ বা আঠার ইঞ্চি।
6. 1 এক হাত সমান 18 আঠার ইঞ্চি।
7. 9 নয় ইঞ্চিতে 4 চার গিরা।
8. 12 ইঞ্চিতে 1 এক ফুট।
9. 3 তিন ফুটে এক গজ।
10. 39.37 ইঞ্চিতে এক মিটার।
11. 45 পাঁচ্চল্লিশ ইঞ্চিতে শএক গজ বা এক গজ চার গিরা।
12. 36 ইঙ্চিতে ১ গজ বা ১৬ গিরা।
13. 39.37 ইঞ্চিতে এক মিটার।
কাপরের বহর ও জামা পায়জামা, শার্ট পাঞ্জাবি বানাতে কতটুকু কাপর লাগে 👈