একজন কাটিং মাস্টার - কাটিং মাস্টারের দায়িত্ব ও সেলাই কাজ
আসসালামু আলাইকুম ।
আজকে কথা বলবো একজন কাটিং মাস্টার সম্পর্কে।কিভাবে একজন কাটিং মাস্টার হওয়া যায়।একজন কাটিং মাস্টারের দায়িত্ব কি।আপনি একজন কাটিং মাস্টার হলে আপনি টেইলারিং জগতে খুব তাড়াতাড়িই সফল হতে পারবেন। কাটিং মাষ্টার অনেক ধরনের যেমন: টেইলার্সের দোকানের, রেডিমেট কারকানার অথবা গার্মেন্টসের।টেইলারিং কাজে ২ ধরনের কাপড় কাটিং হয় লেডিস ও জেন্স।
সেলাই কাজ,কাটিং ও টেইলারিং বিজনেস শুরু করার উপায়।
সেলাই কাজ শেখার গাইড
কাটিং মাস্টার বলতে যিনি কাপর কেটে দেয় এবং অন্যরা কাপড় সেলাই করে।টেইলারিং দোকান গুলুতে মালিকের পরে সব থেকে বেশি দায়িত্ব থাকে এক জন কাটিং মাস্টারের।কাটিং মাস্টারের কাষ্টমারদের কাছ থেকে অর্ডার বুজে রাখতে হয়।এবং কাষ্টমারের মতামত অনুযায়ী কাপড় কাটিং করতে হয় তারপর কিভাবে সেলাই করবে দর্জি কারিগরকে বুজিয়ে দিতে হয়।
টেইলার্সের কাটিং মাষ্টার ও সেলাই কাজ
অনেক সময় অনেক দর্জি কারিগড় অনেক ডিজাইন বুজে না তখন সে ডিজাইন গুলু কাটিং মাস্টারের অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে বুঝাতে হয়।তারপরও যদি না বুজে তাহলে মাস্টারের নিজে ডিজাইন গুলু তৈরী করে দিতে হয়।সেলাই কাজ শেষ হওয়ার পরে পুরা কমপ্লিট করার পরে কাটিং মাস্টারের আবার কাজ গুলু চেক করতে হয় সব কিছু ঠিক আছে কিনা এবং সব মাপ টিক আছে কিনা।দোকানে কাজ ডেলিভারী দেওয়ার জন্য যদি আলাদা কেউ না থাকে তাহলে আবার কাজ গুলু ডেলিভারী দিতে হয়।এবং মহাজন যদি দোকানে না থাকে তাহলে টাকা পয়সার হিসাব রাখতে হয়। একটা দোকানে দর্জি কারিগড়রের থেকে কাটিং মাষ্টারের দ্বায়িত্ব অনেক বেশি থাকে।
একজন কাটিং মাস্টার হতে হলে অনেক গুলু গুন থাকতে হয় এবং প্রথম প্রথম একটু বেশি শ্রম দিতে হয়।আপনি যদি সেলাই কাজ জানেন তাহলে আপনার কাটিং মাস্টার হতে সময় লাগবে 3 তিন মাস।আর আপনি যদি সেলাই কাজ না জানেন তাহলে আপনার কাটিং মাস্টার হতে সময় লাগবে 7-8 সাত থেকে আট মাস।এবং অনেক পরিশ্রম দিতে হবে।সেলাই না শিখে শুধু কাটিং শেখা যায়।কারো জীবনে টেইলারিং করে সফল হতে চাইলে কাটিং শিখে তারপর টেইলারিং নিজের ব্যবসা শুরু করতে হবে।সারাজীবন যদি কাটিং আর সেলাই শিখে অন্যোর কাছে কাজ করে যান তাহলে কখনোই জীবনে সফল হতে পারবেন না।
টেইলারিং প্রশিক্ষণ ও কাপড় কাটিং শেখার উপায়
কাপড় কাটিং শেখার জন্য আপনাকে আগে ঠিক করতে হবে কি ধরনের কাটিং আপনি শিখতে চান লেডিস না জেন্স। যেকোনো এটা সাইড বেছে নিবেন তাহলে তাড়াতারি শিখতে পারবেন। কাটিং শেখার জন্য যদি ২-৩ মাস কোনো কাটিং মাষ্টারের কাছে সময় দেন তাহলে শিখে ফেলতে পারবেন। বর্তমান সময়েতো কাটিং ও সেলাই শেখা খুব সহজ। যেকোকিছু বুজতে সমস্যা হলে গুগল ও ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবেন।আমি অনেকেই দেখেছি যারা অনলাইন থেকে কাটিং ও সেলাই শিখছে। আপনারা সব কিছু অনলাইন থেকে শেখার চেষ্টা করবেন না।প্রথমে কোনো ভালো একজন দক্ষতাশীল কাছে থেকে শিখবেন শেখার পর কাজ করতে গেলে অনেক প্রবলেম হয় সেগুলু আপনারা অনলাইন থেকে সমাধান করতে পারেন।
ভাইয়া আমার একজন আর্জেন্ট কাটিং মাস্টার প্রয়োজন দয়া করে এই নাম্বারে কল দিয়েন 01717477885
Hmm দোকান কোথায়
ভাইয়া আমার একজন আর্জেন্ট কাটিং মাস্টার প্রয়োজন দয়া করে এই নাম্বারে কল দিয়েন 01717477885