মাকসা গলা ও হাতার ডিজাইন কাটিং। কলার দিয়ে জামার গলার ডিজাইন।
রুমাল হাতার ডিজাইন কাটিং ও সেলাই
বড়দের নতুন জামার কলার গলার ডিজাইন।
আসসালামু আলাইকুম।
এই জামার গলায় জানালা গলা দেওয়া হয়েছে।এই গলা গুলুতে পিচনে অবশ্যয় চেইন দিতে হয়।কলারের কাটা পিচনের দিকে রাখতে হয়।এই গলা তৈরী করার পর ফিতা গুলুর মাঝখানে পুতি দিলে জামার ডিজাইনটা আরো অনেক ভালো লাগে।এবং আপনারা এই গলাটা তৈরি করা সময় আরো কিছু জীনিসের পরিবর্তন করতে পারেন। যেমন গলার ফিতা গুলু অন্য কালারের দিতে পারেন ও কলারের,গলার পাইপিন গুলুও।
জামার রুমাল হাতার ডিজাইন।
এই জামার হাতা দেওয়া হয়েছে রুমাল হাতা।রুমাল হাতা অনেকটা মৌসুমী হাতার মত।শুধু রুমাল হাতায় কোনা হয় আর মৌসুমি হাতায় কোনো কোনা থাকেনা সম্পুর্ণ গোল হয়।এই হাতার উপরের অংশে মাঝখানে দুই পাশে পাইপিন দিয়ে মাঝখানে পুতি দেওয়া হয়েছে।হাতার নিছের অংশে কোনা গুলুতেও পুতি দেওয়া হয়েছে।
বর্তমানে এইধরনের ডিজাইন গুলু মানুষ বেশি ব্যবহার করছে।বিশেষ করে গ্রাম অঞ্চলে।গ্রামে এই জামা গুলু বেশির ভাগ সুতি কাপরের উপরে তৈরী করা হয়ে থাকে।
ফিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও
Home>