কলার দিয়ে জামার গলার ডিজাইন।জামার কলার নেক নতুন ডিজাইন
G.A.Suhag
26 Jul, 2019
জামার গলার ডিজাইন
আসসালামু আলাইকুম।
এই ডিজাইনটা করতে আমার প্রায় এক ঘন্টার মত সময় লেগে ছিল।এই জামাটার পিচনে কিন্তু চেইন দিতে হয়েচে মাথা ডুকানোর জন্য ।এবং এই ডিজাইনটা করার জন্য কাগজেরও দরকার হয়ে ছিল।আপনারা যারা জামার ডিজাইন খুজচ্ছেন তারা এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন ।আপনি চাইলে এই ডিজাইনটা আপনি নিজেও তৈরি করতে পারেন ।
ডিজাইন তৈরীর ভিডিও
এই গলার ডিজাইনটা দেখলে মনে হয় অনেক ঝামেলার কাজ।কিন্তু না এই ডিজাইন গুলু করতে তেমন কোনো ঝামেলা নেই।শুধু ফিতা গুলু বসাতে ও কলারটা বসাতে একটু সময় লাগে।ফিতা গুলু সরাসরি গলায় বসানো যায় না।আগে কাগজে বসিয়ে নিতে হয় তাপর কাগজ সহ সেলাই দিয়ে গলায় বসাতে হয়।পরে কাগজটা ছিরে ফেলে দিতে হয়।